২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪২ জন

দেশে আবারও বেড়েছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। অক্টোবরের প্রথম কয়েক দিন মৃত্যুহার কিছুটা কম থাকলেও রবিবার (৫ অক্টোবর) নতুন করে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে—১৯৫ জন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২০১, চট্টগ্রামে ১০৪, খুলনায় ৭২, রাজশাহীতে ৮২, ময়মনসিংহে ৪১, রংপুরে ২৩ এবং সিলেটে পাঁচজন ভর্তি হয়েছেন।
রাজধানীতে আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকায় ১৯৮ জন এবং দক্ষিণ সিটিতে ১২১ জন ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে ৮৯৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়—জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ এবং সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫৬৫ জন রোগী।
বিশেষজ্ঞদের মতে, চলতি মৌসুমে বৃষ্টি ও আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। তারা নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষকে দ্রুত মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।