বিএনপির সাবেক মহাসচিবের পরিবারকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে জিম্মি করে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের স্থানীয় যুবদল নেতা-কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে হাতিরঝিল থানার নয়াটোলা গ্রীনওয়ে এলাকার ৬৫৩ নম্বর বাসার ৪/বি ফ্ল্যাটে প্রবেশ করে চার যুবক এক লাখ টাকা দাবি করে। ভয়ভীতি দেখিয়ে তারা ভুক্তভোগীদের কাছ থেকে মগবাজারের একটি ব্যাংক বুথ থেকে ৮০ হাজার টাকা ও ২০ হাজার টাকার একটি চেক নিতে বাধ্য করে।
ঘটনার পরদিন শনিবার খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা—শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫)—চাঁদা না দিলে ফ্ল্যাট খালি করে দেওয়ার হুমকি দেয়। এমনকি শিশুদের সঙ্গে অশোভন আচরণও করে তারা।
তানজিন হামিদ মিতুল জানান, “রাত ১১টার দিকে তারা আমার বোনের বাসায় প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। নিজেদের যুবদলের কর্মী পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। ভয়ে আমরা নগদ টাকা তুলে তাদের দিই। পরে আবারও এসে ফ্ল্যাট খালি না করলে হত্যার হুমকি দেয়।”
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আসামিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাষা আন্দোলনে ভূমিকার জন্য ২০০৫ সালে একুশে পদক পান এবং জাতীয় সংসদে একাধিকবার চিফ হুইপ ও সংসদ সদস্য ছিলেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।