রূপনগরে আগুনে নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো পাওয়া গেছে। সদর দপ্তর থেকে একটি সার্চ টিম পাঠানো হয়েছে, যারা ঘটনাস্থলে আরও অনুসন্ধান চালাচ্ছে।”
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভবনটিতে গার্মেন্টস সামগ্রী ছাড়াও বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল রাখা ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দগ্ধদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, ভবনের অভ্যন্তরে থাকা কেমিক্যাল ও কাপড়ের মজুদ আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।