এভারকেয়ারে সিসিইউতে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হয়। সেখানে বলা হয়, তার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানান দলটির নেতৃবৃন্দ।
এর আগে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, “আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার (খালেদা জিয়া) সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”
এসময় হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার জ্ঞান আছে, কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ নন… তবে আল্লাহ চাইলে সুস্থ হতে পারেন।”
চিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার জন্য পরিবার ও বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




