ঐতিহাসিক পাগলা মসজিদে কোরআন খতম—খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন।
এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে শনিবার (২৯ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল-এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর থেকে মসজিদসংলগ্ন মাদরাসার হিফজ বিভাগের ছাত্ররা কোরআন খতম সম্পন্ন করেন। বাদ আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পাগলা মসজিদের ভারপ্রাপ্ত পেশ ইমাম মাওলানা মোঃ আলাউদ্দিন।
দোয়ায় দেশনেত্রীর সম্পূর্ণ আরোগ্য লাভ, নেক হায়াতের পাশাপাশি দেশের শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্রের নতুন যাত্রায় তাঁর সক্রিয় উপস্থিতি কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সদর উপজেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) ছাড়াও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মসজিদের সাধারণ মুসল্লি এবং পাগলা মসজিদে আগত দেশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ।
দোয়া শেষে উপস্থিত সকল মুসল্লি, নেতাকর্মী, মাদরাসার এতিমখানা ও হিফজখানার ছাত্র এবং মসজিদের আশপাশের অসহায়-দরিদ্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। দেশমাতার রোগমুক্তি ও সুস্থ দীর্ঘ জীবনের জন্য সকলেই পুনরায় দোয়া প্রার্থনা করেন।




