খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, এসএসএফ দেবে সর্বাত্মক নিরাপত্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রের উচ্চপদে আসীন এবং গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণ ও প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তির পাশাপাশি প্রজ্ঞাপনের মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২ ধারায় বলা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা প্রাপ্ত কোনো ব্যক্তি এবং বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে বোঝানো হয়।
এসএসএফ (বিশেষ নিরাপত্তা বাহিনী) অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে। এই নিরাপত্তার মধ্যে রয়েছে দৈহিক সুরক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান-প্রদান, এবং নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন ব্যক্তিদের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। পরিস্থিতি বিবেচনায় ক্ষতিকর ব্যক্তিকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করার অধিকার এসএসএফ-এর আছে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী গুলি চালানো বা হত্যা করার ক্ষমতাও আইনত সংরক্ষিত।
অতএব খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে এবং তার ওপর সম্ভাব্য ঝুঁকি প্রতিহত করার জন্য এসএসএফ পূর্ণ নিয়োজিত থাকবে।







