প্রবাসীদের পোস্টাল ভোটে উৎসাহ: ১ লাখ ৩০ হাজারের বেশি ভোটার অ্যাপে নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৬৭২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ নিবন্ধন সম্পন্ন হয়েছে।
নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৮৩ জন পুরুষ এবং ১৬ হাজার ৫৮৯ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র—১৮ হাজার ৪২০ জন। এরপর সৌদি আরবে ১৩ হাজার ১৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৯৭ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৮৩ জন, কানাডায় ৮ হাজার ৭৬৮ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৫৫৩ জন, যুক্তরাজ্যে ৭ হাজার ৫৫১ জন, জাপানে ৬ হাজার ৮১০ জন, ইতালিতে ৫ হাজার ৩৬৯ জন এবং মালয়েশিয়ায় ৫ হাজার ২৭ জন নিবন্ধন করেছেন।
এর আগে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে প্রবাসীদের অনুরোধ এবং প্রয়োজন বিবেচনায় সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সারা বিশ্ব থেকেই এখন অ্যাপ ডাউনলোড করে প্রবাসীরা ভোট নিবন্ধন করতে পারবেন।”
ইসি সচিব আরও জানান, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকায় বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মধ্যে এ প্রক্রিয়ার নিবন্ধন সম্পন্ন করা হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের জন্য অবশ্যই ভোটদানকারীকে যে দেশে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহারযোগ্য, যেখানে প্রয়োজনীয় কাগজপত্রের নির্দেশনাও দেওয়া আছে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।







