ডাকসুর জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৩ ডিসেম্বর) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলাসহ ডাকসু নেত্রী জুমার বক্তব্যকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তারা বলেন, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ডাকসুর কিছু প্রতিনিধি দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও মন্তব্যের মাধ্যমে ডাকসু ও ঢাবিকে জাতির সামনে বিব্রত করছে।
ছাত্রদলের অভিযোগ, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বক্তব্য প্রচার করেছেন, তা মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করার পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে। সংগঠনটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, এ ধরনের “ধৃষ্টতাপূর্ণ ইতিহাস বিকৃতি” ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছিলেন, ডিসেম্বর বিজয় ও আত্মপরিচয়ের মাস। ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান, তিতুমীর, রজব আলী হাবিলদার, মঙ্গল পান্ডে, লক্ষ্মীবাইসহ সহস্র বীরের ২০০ বছরের সংগ্রামের ফলেই অর্জিত হয়েছিল ১৯৪৭–এর স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পর নতুন শোষণের জন্ম হয়, যা থেকে বাংলার রাষ্ট্র-আকাঙ্ক্ষা গড়ে ওঠে এবং পরিণত হয় নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে। তিনি আরও লেখেন, রাষ্ট্রের স্বপ্ন এখনও পূর্ণ হয়নি; স্বৈরাচার, দুঃশাসন, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে ২০২৪ সাল নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে।
এদিকে, বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জার কোনো আয়োজন না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাভবন, কার্জন হলসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহ সাজিয়ে বিজয়ের মাস উদযাপনের যে দীর্ঘদিনের ঐতিহ্য, তা এবার মানা হয়নি। প্রশাসনের এই অনীহাকে দায়িত্বজ্ঞানহীন ও দৃষ্টিকটু বলে মন্তব্য করে ছাত্রদল জানায়, শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস উদযাপনে প্রশাসনের অবহেলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।










