শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ডাকসুর জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ডাকসুর জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৩ ডিসেম্বর) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলাসহ ডাকসু নেত্রী জুমার বক্তব্যকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তারা বলেন, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ডাকসুর কিছু প্রতিনিধি দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও মন্তব্যের মাধ্যমে ডাকসু ও ঢাবিকে জাতির সামনে বিব্রত করছে।

ছাত্রদলের অভিযোগ, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বক্তব্য প্রচার করেছেন, তা মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করার পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে। সংগঠনটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, এ ধরনের “ধৃষ্টতাপূর্ণ ইতিহাস বিকৃতি” ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছিলেন, ডিসেম্বর বিজয় ও আত্মপরিচয়ের মাস। ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান, তিতুমীর, রজব আলী হাবিলদার, মঙ্গল পান্ডে, লক্ষ্মীবাইসহ সহস্র বীরের ২০০ বছরের সংগ্রামের ফলেই অর্জিত হয়েছিল ১৯৪৭–এর স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পর নতুন শোষণের জন্ম হয়, যা থেকে বাংলার রাষ্ট্র-আকাঙ্ক্ষা গড়ে ওঠে এবং পরিণত হয় নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে। তিনি আরও লেখেন, রাষ্ট্রের স্বপ্ন এখনও পূর্ণ হয়নি; স্বৈরাচার, দুঃশাসন, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে ২০২৪ সাল নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে।

এদিকে, বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জার কোনো আয়োজন না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাভবন, কার্জন হলসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহ সাজিয়ে বিজয়ের মাস উদযাপনের যে দীর্ঘদিনের ঐতিহ্য, তা এবার মানা হয়নি। প্রশাসনের এই অনীহাকে দায়িত্বজ্ঞানহীন ও দৃষ্টিকটু বলে মন্তব্য করে ছাত্রদল জানায়, শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস উদযাপনে প্রশাসনের অবহেলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

লাক্স সুন্দরী সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জের নতুন ইউএনও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
লাক্স সুন্দরী সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জের নতুন ইউএনও

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে বৃহস্পতিবার তার যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

ইত্তেফাক ডিজিটালকে তিনি বলেন, “তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি যোগদানের কথা ছিল, কিন্তু করেননি। শুনেছি তিনি লাক্স তারকা ছিলেন।”

জানা গেছে, সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন। এছাড়া ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করেন। পরবর্তী সময়ে শোবিজে কিছু কাজ করলেও পড়াশোনার ব্যস্ততায় নিয়মিত ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তানজিয়া আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে রদবদল করা হয়েছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পান তানজিয়া আঞ্জুম সোহানিয়া।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দিনব্যাপী কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার কয়েকশ ছাত্র কোরআন খতমে অংশ নেন। বিকালে আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও কোরআন খতমের এই কর্মসূচি আয়োজন করেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান। দোয়া পরিচালনা করেন সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক্বারি শাহজাহান সানাউল্লাহ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে সবার প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসারাইল মিয়া, বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান, এ টি এম মোস্তফা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলেমদের প্রতি জনগণের মহব্বত আছে, ভোট নেই”—ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
আলেমদের প্রতি জনগণের মহব্বত আছে, ভোট নেই”—ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

এদেশের জনগণ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদরাসা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের প্রথম দিনে আজিম উদ্দিন স্কুল মাঠে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে আলেম প্রার্থী পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এ সমাজ পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ও সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী মানুষের ঢল নামে। বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শ্রোতাদের উপস্থিতিতে।

আজ দ্বিতীয় দিনে দেশবরেণ্য অনেক ওলামায়ে কেরাম মূল্যবান বক্তব্য পেশ করবেন।