গুজব নয়, বাস্তব তথ্য শুনুন—খালেদা জিয়া সুস্থ আছেন: জাহিদ হোসেন
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আগে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তখন মেডিকেল বোর্ড জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিল, তখন যাওয়া ঠিক হবে না। বর্তমানে মেডিকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে নিরাপত্তা এবং শারীরিক অবস্থা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তাঁর দায়িত্বে থাকা দেশি–বিদেশি চিকিৎসকরা এ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন।
চিকিৎসক খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়া এর আগেও আরও খারাপ অবস্থার মধ্য থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তাই এবারও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।







