জাতীয় নির্বাচনের তফসিল যে কোনো দিন: প্রস্তুতি পর্যালোচনায় ইসির জরুরি বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। বৈঠকের পর যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ও কারিগরি দিক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনাও রয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির ১০তম সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনারগণ, ইসি সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে তফসিল পূর্ব ও পরবর্তী সময়ের করণীয় কার্যক্রম, নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ে সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত অগ্রগতি এবং এনআইডি সংশোধন পদ্ধতির উন্নয়ন–এসব বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।
২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে পাওয়া অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণও এজেন্ডায় রয়েছে। এছাড়া স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের জন্য প্রয়োজনীয় মেশিন হস্তান্তর, বকেয়া বিল পরিশোধ, এবং পার্সোনালাইজেশন চুক্তি সম্পন্নকরণ সম্পর্কিত আর্থিক বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে।
সভায় নির্বাচনকে ঘিরে অন্যান্য আনুষঙ্গিক ও জরুরি বিষয় নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে|










