ঢাবির তিন হলে পাকিস্তানের প্রতীকী পতাকা পদদলিত করে শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি আবাসিক হলে পাকিস্তানের প্রতীকী পতাকা পায়ে মাড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশপথে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর আগের দিন রবিবার (৭ ডিসেম্বর) রাতে একই ধরনের প্রতিবাদ জানান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথেও পাকিস্তানের প্রতীকী পতাকা লাগানো হয় এবং শিক্ষার্থীদের সেটির ওপর হাঁটতে দেখা যায়। পরে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পর সেখান থেকে পতাকা সরিয়ে ফেলা হয়। প্রতীকী পতাকায় লেখা ছিল— “No compromise with Razakar.”
শিক্ষার্থীরা জানান, মহান বিজয় দিবসের মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করা হয়েছে। তারা বলেন, ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার-আলবদরদের অত্যাচার—নির্যাতন আজও জাতির মনে গভীর ক্ষতের চিহ্ন। সেই ইতিহাস ভুলে না যাওয়ার অঙ্গীকার থেকেই এই প্রতীকী প্রতিবাদ।
এদিকে, ফাহিম আহমেদ নামে একজন শিক্ষার্থী প্রতীকী পাকিস্তান পতাকা পদদলনের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন— “প্রতিবাদ হোক বাংলার ৬৪ হাজার বর্গমাইল। রাজাকারদের স্থান এই বাংলায় হবে না।”







