কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্বাধীনতা স্তম্ভে বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী, সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে আকাশে কবুতর উড়িয়ে দেওয়া হয়। এরপর মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।










