ঐতিহাসিক গুরুদয়াল কলেজে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম বিজয় দিবস
বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর চৌকস বাদকদলের পরিবেশনায় জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টা ৩০ মিনিটে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বিএনসিসি প্লাটুন, গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. মেহেদী হাসান এবং হোসেনপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজাহারুল ইসলাম।
দুপুর ১২টা ০০ মিনিটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রমনা রেজিমেন্টের আয়োজনে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজের বটতলা হয়ে আখড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ র্যালিতে শতাধিক ক্যাডেটের সঙ্গে অংশগ্রহণ করেন কোম্পানি কমান্ডার মো. আজহারুল ইসলাম, প্লাটুন কমান্ডার মো. মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিইউও ও সামরিক স্টাফবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।










