আজাদীর সংগ্রামে সক্রিয় কণ্ঠ শরীফ ওসমান হাদি চিরবিদায়
শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতেই কেড়ে নিল জীবন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইনকিলাব কালচারাল সেন্টার শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে তাদের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ছাড়া সিঙ্গাপুরে অবস্থানরত তার ভাই ওমর বিন হাদিও বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব কালচারাল সেন্টারের স্ট্যাটাসে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে ভূমিকা রাখায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাদির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত নভেম্বর মাসে দেশি ও বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত তিন ঘণ্টায় তার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। পোস্টে তিনি দাবি করেন, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভকালে তার জ্বালাময়ী বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। গণঅভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন হাদি। ভোটের মাঠে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে আর নির্বাচনে অংশ নেওয়া হলো না তার। হত্যার আশঙ্কাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। বাংলাদেশের মানুষকে শোকাহত করে আজাদীর এক প্রিয় সন্তান শরীফ ওসমান হাদি চিরবিদায় নিলেন।










