নিরাপত্তার স্বার্থে প্রথম আলো–ডেইলি স্টারের সম্পাদকসহ ২০ জনকে গানম্যান
নিরাপত্তার বিবেচনায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গানম্যান পাওয়া সবার নাম-পরিচয় তিনি প্রকাশ করেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই–আগস্ট গণআন্দোলনে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এ উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে আন্দোলনের সম্মুখসারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র জানায়, এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনকেও গানম্যান দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকা দুটির সম্পাদকের বাসায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের জন্য গানম্যান বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে আততায়ীর গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যান। এ ঘটনার পর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার (১৯ ডিসেম্বর) উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণআন্দোলনের সম্মুখসারির সংগঠক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
হাদি হত্যার পর বিভিন্ন মহলে ৫০ জনের ‘হিট লিস্ট’ থাকার গুঞ্জন ছড়ালেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী তাদের একজন করে গানম্যান দেওয়া হয়েছে। অনেকে গানম্যান নিতে আগ্রহ দেখাননি।
তিনি আরও বলেন, সব আবেদনকারীর জন্য গানম্যান দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে যাদের ‘পটেনশিয়াল থ্রেট’ রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে।










