খুলনায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের প্রার্থিতা স্থগিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। একই সময়ে যাচাই-বাছাই শেষে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) এবং খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন— খুলনা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এ ছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মুজিবুর রহমানের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর এই দুই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তৃতীয় দিনের যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়।
যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মো. আব্দুল কাইউম জমাদ্দার।
অন্যদিকে খুলনা-৬ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, বিএনপির এসএম মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।










