নির্বাচনে বডি-ওর্ন ক্যামেরায় মনিটরিং, দ্রুত রেসপন্স করবে সেনা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য সরকার এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবসের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত থাকবে। এ বিষয়ে কোনো সমস্যা তিনি দেখছেন না।
প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে একটি কেন্দ্রীয় অ্যাপ ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে— কোথাও সমস্যা হচ্ছে কি না, নিরাপত্তাব্যবস্থা ব্যাহত হচ্ছে কি না, তা মনিটর করা যাবে। ফলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাসদস্যরা দ্রুত সাড়া দিতে পারবেন।







