মাঠপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দেওয়ার চেষ্টা চলছে, বললেন হাসনাত কাইয়ূম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনের প্রার্থী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির তৃতীয় দিনে তার আপিল আবেদন মঞ্জুর করা হয়।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিলের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করলে শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাসনাত কাইয়ূম বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে মাঠপর্যায়ে সুপরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। বিপুল সংখ্যক আপিল মঞ্জুরের হার দেখলেই বোঝা যায়, অনেক রিটার্নিং কর্মকর্তা বড় দলগুলোর প্রভাবে প্রভাবিত হয়েছেন।”
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশ বড় সংকটের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করেন এ প্রার্থী।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। সোমবার শুনানির তৃতীয় দিনে ১৪১ থেকে ২১০ নম্বর ক্রমিকের আপিলগুলো নিষ্পত্তি করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭২৩টি মনোনয়ন বাতিল করা হয়েছিল।







