শর্ত পূরণ হলে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়া বাস্তবায়নের শর্ত পূরণ হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নিতে আপত্তি থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে এনসিপির রাজশাহী জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়েছি—জুলাই সনদ যদি আইনগত স্বীকৃতি পায় এবং এর আলোকে দৃশ্যমান বিচার কার্যকর হয়, তবে এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণে কোনো আপত্তি থাকবে না। তবে এসব শর্ত পূরণ না হলে জনগণও কোনো অসম্পূর্ণ প্রক্রিয়া মেনে নেবে না।”
তিনি অভিযোগ করে বলেন, “যে সমস্ত হত্যা ও নির্যাতনের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের রায় কার্যকর না হলে নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরবে না। সরকারের উচিত এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু নিষ্পত্তি নিশ্চিত করা।”
এনসিপি নেতা আরও বলেন, “কিছু উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে ‘নিরাপদ প্রস্থান’-এর চিন্তা করছেন। কিন্তু শুধু নির্বাচন দিয়ে দায়িত্ব শেষ করে চলে যাওয়া সম্মানজনক হবে না। অভ্যুত্থানের আদর্শ ও শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে দৃশ্যমান সংস্কার ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ জরুরি।”
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “অভ্যুত্থানের পর অনেক কর্মকর্তা জনগণের প্রতি আচরণে ইতিবাচক হলেও এখনও কেউ কেউ পুরনো দুর্নীতিপূর্ণ চর্চা চালিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জনগণের হতাশা বাড়ছে।”
সভায় রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।