শাপলা প্রতীকে অনড় এনসিপি, ফের ইসিকে চিঠি

শাপলা প্রতীকেই অনড় অবস্থান বজায় রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি পুনরায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে প্রতীক সংরক্ষণের দাবি জানিয়েছে। চিঠির সঙ্গে তারা শাপলার সাতটি নমুনা অঙ্কন সংযুক্ত করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনের সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুন দলটি রাজনৈতিক সংগঠন হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেয় এবং ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ জানায়। পরবর্তীতে ৩ আগস্ট কমিশনের কাছে পাঠানো আরেকটি চিঠিতে এনসিপি প্রতীকের পছন্দক্রমে উল্লেখ করে—
১. শাপলা
২. সাদা শাপলা
৩. লাল শাপলা।
এনসিপি জানায়, শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক পরিবর্তিত নকশা গ্রহণের বিষয়ে তারা আলোচনায় প্রস্তুত রয়েছে। ইসির সঙ্গে পরবর্তী বৈঠকগুলোতেও তারা জাতীয় প্রতীকের সঙ্গে বিভ্রান্তি এড়াতে শাপলার বিকল্প নকশা উপস্থাপন করেছে।
সর্বশেষ চিঠিতে দলটি সাতটি নমুনা চিত্র সংযুক্ত করেছে এবং জানিয়েছে—নমুনার বাইরেও প্রয়োজনে আংশিক ভিন্ন রূপ নিয়েও আলোচনা করতে তারা আগ্রহী।