যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপ
সারাদেশে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানিয়েছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের সহযোগীদের বিচারের আওতায় আনা—এই পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নেজামে ইসলামী পার্টি সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন পরিচালনা করছে।
আন্দোলনের দ্বিতীয় ধাপে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে গত শুক্রবার (১০ অক্টোবর) ঢাকাসহ সব জেলা শহরে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ সারাদেশ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হচ্ছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, স্মারকলিপিতে বিগত সংস্কার কার্যক্রম, জনগণের প্রত্যাশা এবং ঘোষিত পাঁচ দফা দাবির যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। পাশাপাশি, দেশের রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হবে।