কিশোরগঞ্জের নাজমুল আলম ও আল-মামুনসহ বিএনপির ১৩৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলমসহ মোট ৭৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। বুধবার (২৬ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে ৭৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল, সংশ্লিষ্টদের আবেদন এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলমও। ফ্যাসিস্ট সরকারের সময় ২০২৪ সালের কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে ২৫ এপ্রিল, ২০২৪ তারিখে কারণ দর্শানোর নোটিশ এবং ২৭ এপ্রিল ২০২৪ তারিখে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী স্বাক্ষরিত ওই দুটি পৃথক বিবৃতিতে তার এই সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এদিকে, পৃথক আরেক বিবৃতিতে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) আরও ৬৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় রয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুনের নামও।
২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২২ মে, ২০২৪ তারিখে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়েছিল।










