ধর্মীয় অনুভূতিতে আঘাত: শিশির মনিরের বিরুদ্ধে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোজা ও দুর্গাপূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে উল্লেখ করে তাঁর করা মন্তব্যকে কেন্দ্র করেই এই মামলা করা হয়।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য। মামলার বিষয়ে সন্ধ্যায় এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান অ্যাডভোকেট শিশির মনির।
বিবৃতিতে তিনি বলেন, “আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং প্রাথমিক তথ্যে জানা যায়, তারা একটি রাজনৈতিক দলের কর্মী।”
তিনি আরও বলেন, “আইনের আশ্রয় নেওয়ার সুযোগ সবার আছে। তবে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য আমার আইনজীবী বন্ধুরা অতিরিক্ত উৎসাহী হয়ে এটি করেছেন।”
শিশির মনির জানান, তারা আইনের শাসনে বিশ্বাসী এবং “উপযুক্ত আদালতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”







