কিশোরগঞ্জে বিএনপি মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে কিশোরগঞ্জ (সদর–হোসেনপুর) আসনে এ মশাল মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা এ মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থকেরা অংশ নেন।
মিছিলকারীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের এসব স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোসহ আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দৃষ্টি কাড়ে।
মশাল মিছিলের নেতৃত্ব দেন কিশোরগঞ্জের সাবেক সাংসদ ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ হিলালী এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, যা পুনর্বিবেচনার দাবি জানায় তারা।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দ্রুত মনোনয়ন প্রত্যাহার এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান। তাদের ভাষ্য, তৃণমূলের মতামত উপেক্ষা করলে সংগঠনের ভিত্তি দুর্বল হয়—তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা এখন সময়ের দাবি।










