হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, “হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে বা কোনো শক্তিকেই ভয় পাবে না। ভয় পাবে তারা, যারা চাঁদাবাজি ও ধান্দাবাজিতে লিপ্ত। আর আমরা আছি সেই সকল চাঁদাবাজ ও ধান্দাবাজদের প্রতিরোধ করার জন্য।”
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলার জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে হান্নান মাসউদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, যুবকদের ঐক্যের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব। আগামী নির্বাচনে ভোটের বিপ্লব রক্ষা ও মানুষের ভোটের আমানত সংরক্ষণ করার দায়িত্বও যুবকদের।
এনসিপি নেতা উল্লেখ করেন, “যারা যুবশক্তির রাজনীতি করছে, তারা সবাই নিজের পকেটের খরচে রাজনীতি করছে। পদপ্রাপ্তির জন্য বা নিজের স্বার্থে রাজনীতি করলে চলবে না। সবাইকে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। যুবলীগ-ছাত্রলীগের মতো রাজনীতি গ্রহণযোগ্য নয়।”
হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়ক শামছুল তিব্রিজ সভার সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আহ্বায়ক নুরে আলম রিপন, উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন, যুগ্ম আহ্বায়ক সম্রাট আকবর, সদস্যসচিব সাইফুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরুল আফছার নিরব ও সিনিয়র সংগঠক ফারদিন নিলয় প্রমুখ।










