মুক্তিযুদ্ধবিরোধীদের রাষ্ট্রীয় কর্মসূচিতে ডাকা লজ্জাজনক: বিএনপি নেতা
তাড়াইলে মহান বিজয় দিবসে স্বাধীনতাবিরোধীদের তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। তিনি বলেন, যে সব রাজনৈতিক দল বাংলাদেশকে মানে না, দেশের স্বাধীনতা ও সীমানাকে স্বীকার করে না এবং মহান বিজয় দিবসে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়—তাদের জাতীয় বা উপজেলা পর্যায়ের কোনো সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রতিক্রিয়া জানিয়ে সারোয়ার আলম বলেন, বিজয় দিবসে শহীদদের প্রতি সম্মান জানাতে ব্যর্থ দলগুলোকে সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার শামিল। বিশেষ করে জামায়াতে ইসলামীসহ এ ধরনের দলকে জাতীয় বা তাড়াইল উপজেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানে ডাকা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি আরও বলেন, বিজয় দিবস কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের অস্তিত্ব, আত্মত্যাগ ও রক্তের ইতিহাস। যারা এই ইতিহাস অস্বীকার করে, তাদের সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এক কাতারে বসা জাতির জন্য লজ্জাজনক।
উল্লেখ্য, মহান বিজয় দিবসে তাড়াইলের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখা। তবে তাড়াইল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে তাদের নেতাকর্মীদের সামনের সারিতে বসে থাকতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সারোয়ার আলম ভবিষ্যতে সরকারি কর্মসূচিতে মুক্তিযুদ্ধবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে আমন্ত্রণ না জানানোর দাবি জানান।










