স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীরের খোঁজ নিলেন এডভোকেট জালাল উদ্দিন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন একদল সন্ত্রাসী দ্বারা আহত হয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
রবিবার রাতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন হাসপাতালে পৌঁছে আহত আলমগীর হোসেনের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু এবং উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স।
উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ আহত স্বেচ্ছাসেবক নেতা আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও দলের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন।







