বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর আপিল খারিজ, নির্বাচনে অংশগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর আপিল খারিজ, নির্বাচনে অংশগ্রহণ শেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের শেষ আশাটুকুও হারালেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা আপিল নির্বাচন কমিশন (ইসি) খারিজ করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানির ষষ্ঠ দিনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে তার প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে কমিশনে দাখিল করা পত্রের স্বাক্ষরে মিল না থাকা এবং ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে তার আপিল মঞ্জুর করা হয়নি। এ সময় মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন দলের আটজন প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

এর আগে ৪ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এই ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সরকারের সময়ে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনি এলাকায় পোস্টার সাঁটান। তবে মনোনয়নপত্র ক্রয়, দাখিল ও যাচাই-বাছাইয়ের সময় তিনি সরাসরি উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে মুজিবুল হক চুন্নু তার নিজ বাড়ি এবং নির্বাচনি এলাকা করিমগঞ্জ-তাড়াইল উপজেলায় একবারও আসেননি। এ সময় করিমগঞ্জে তার বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষ থেকে ঝাড়ু মিছিলও অনুষ্ঠিত হয়।

বিদ্যুতের শর্টসার্কিটে কিশোরগঞ্জে বসতঘরে আগুন, পরিবার নিঃস্ব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
বিদ্যুতের শর্টসার্কিটে কিশোরগঞ্জে বসতঘরে আগুন, পরিবার নিঃস্ব

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড, পশ্চিম মাথিয়া গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও অবহেলার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার জিগাতলা বাজার সংলগ্ন ছফির উদ্দিন ম্যানেজারের ছেলে মোঃ নুরে আলমের বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ফ্রিজ, আলমারি, দুটি খাট, সোনাদানা এবং পরিবারের প্রয়োজনীয় সব আসবাবপত্র ছাই হয়ে যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, এটি বছরের পর বছরের জমানো সম্পদ উড়িয়ে দিয়েছে এবং পরিবার সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়দের চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কারণ এলাকায় কোনো ধরনের জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তারা অভিযোগ করেছেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও বিদ্যুৎ বিভাগের তদারকি, ঝুঁকিপূর্ণ লাইনের সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসী দ্রুত আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়লো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়লো

২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ করার সুযোগ ২৪ জানুয়ারি পর্যন্ত থাকবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম ২৪ জানুয়ারি পর্যন্ত পূরণ করতে পারবেন। ফরম পূরণের ফি ‘সোনালী সেবা’ মাধ্যমে পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবশ্যই এই সময়সীমার মধ্যে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ

মাইনুল হক মেনু প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ

কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কক্সবাজার জেলার মহেশখালী এলাকা থেকে মঙ্গলবার রাতে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন— কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, সামাদ উল্লাহ এবং পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।

পুলিশ জানায়, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দভ্রমণের পাশাপাশি গোপন মিটিং করছিলেন— এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার রাতেই খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম কক্সবাজারে যায়। পরে বুধবার রাতে আটককৃতদের কটিয়াদী মডেল থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কিশোরগঞ্জ জেলা জেলহাজতে পাঠানো হয়।

আরও জানা যায়, গত ৫ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কটিয়াদী উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটির পদধারীরা পদ পাওয়ার পর কক্সবাজারে অবস্থান করছিলেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃত পাঁচজনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।