তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন নারী

জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ ‘কুরলুস উসমান’ দেখার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের নাগরিক জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ। ড্রামাটি নির্মাণ করেছে বোজদাগ ফ্লিম।
বোজদাগ ফ্লিমের একটি বিবৃতিতে বলা হয়েছে, মার্টিনেজ সিরিজটি দেখার সময় তুরস্কের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন এবং এরপর ইসলাম নিয়ে আরও গবেষণা শুরু করেন। করোনাভাইরাস মহামারীর সময় তিনি তুর্কি টিভি দেখার সঙ্গে সঙ্গে উসমানের গল্প ও ইসলামিক ইতিহাস সম্পর্কে আগ্রহী হন।
মার্টিনেজ বার্তাসংস্থা আনাদোলুকে বলেছেন, “ইসলাম সম্পর্কে এর আগে আমি এত কিছু জানতাম না। কুরলুস উসমান আমাকে কুরআন পড়ার অনুপ্রেরণা দিয়েছে। সিরিজটি দেখার দুই বছর পর আমি শাহাদাহ পাঠ করে মুসলিম হই।”
ইসলাম গ্রহণের পর তিনি তুরস্কের ইস্তান্বুল সফর করেন। সেখানে তিনি ড্রামার সেট, দৃশ্যধারণের স্থান এবং কায়ি উপজাতি ক্যাম্প ঘুরে দেখেন, যা ড্রামাতে দেখানো হয়েছে। মার্টিনেজ এই সফরকে নিজের জন্য ‘আবেগঘন’ অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, “আমি যেন নতুন জীবন পেয়েছি এবং এই জীবনকে খুব ভালোবাসি।”
‘কুরলুস উসমান’ সিরিজটি বিশ্বের বিভিন্ন দেশে ভাষান্তর হয়ে প্রচারিত হয়েছে। এটি অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং সংস্কৃতির ওপর আলোকপাত করেছে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।