ক্ষুব্ধ হলিউড তারকারা
এআই অভিনেত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি এক ভার্চুয়াল ‘অভিনেত্রী’কে ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে হলিউডে। ইনস্টাগ্রামে নিয়মিত সক্রিয় থাকা এই এআই চরিত্রটির নাম টিলি নরউড, যাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা। সমালোচকদের অভিযোগ, মানব শিল্পীদের সৃষ্টিশীল কাজ ব্যবহার করেই এই চরিত্র তৈরি করা হয়েছে—কিন্তু তাঁদের অনুমতি বা পারিশ্রমিক কেউ পায়নি।
টিলি নরউডকে তৈরি করেছে এআই-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পার্টিকেল ৬। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এলিন ভ্যান ডার ফেলডেন জানান, টিলি একজন বাস্তব মানুষ নয়, বরং একটি ডিজিটাল শিল্পকর্ম—যেমন অ্যানিমেশন, পাপেট্রি বা সিজিআই অভিনয়ের মতোই নতুন এক গল্প বলার মাধ্যম।
তবে এই ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারেনি শিল্পী সমাজকে। ‘গেম অব থ্রোনস’-খ্যাত অভিনেত্রী সোফি টার্নার সামাজিক মাধ্যমে লেখেন, “ধন্যবাদ, দরকার নেই।” জনপ্রিয় সিরিজ শেমলেস–এর অভিনেতা ক্যামেরন কাউপারথওয়েট মন্তব্য করেন, “এটা চরমভাবে অবিবেচনাপ্রসূত এবং বিরক্তিকর।”
অভিনেত্রী মারা উইলসনও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তুমি এটা নিজে তৈরি করোনি। শত শত বাস্তব মানুষ, ক্যামেরাম্যান থেকে শুরু করে কৃষক পর্যন্ত—সবাইয়ের শ্রম জড়িত এই শিল্পে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি চলচ্চিত্র শিল্পে নতুন সুযোগের পাশাপাশি মানব সৃজনশীলতার অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলছে। এর আগে ২০২৩ সালে হলিউডে লেখক ও অভিনেতাদের যে ধর্মঘট হয়েছিল, তার অন্যতম মূল ইস্যুও ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
সম্প্রতি ডিজনি, ইউনিভার্সাল ও ওয়ার্নার ব্রোসের মতো বড় বড় স্টুডিও কিছু এআই প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করেছে—অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁদের চরিত্র ও দৃশ্য ব্যবহার করে এসব মডেল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানব শিল্পীর অনুভূতি ও সৃষ্টিশীলতা কখনোই পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়।
সূত্র:সিএনএন