নকল অ্যাপের ফাঁদে নজরদারি ও অর্থ–ঝুঁকি
খতিয়ে না দেখে কোনো অ্যাপ ইনস্টল করা বিপজ্জনক—কারণ অনেক অ্যাপ গোপনে ফোনে নজরদারি চালাতে পারে। অ্যাপল অ্যাপ স্টোরে ২০ লাখ এবং গুগল প্লে স্টোরে ৩০ লাখ অ্যাপ থাকলেও অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করলেই নিরাপত্তা নিশ্চিত নয়। জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের নাম ও আইকন নকল করে প্রতারণামূলক অ্যাপ তৈরি করা হচ্ছে। গবেষকদের তথ্যমতে, এখন পর্যন্ত ২০টির বেশি সন্দেহজনক অ্যাপ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৯টি ডিজিটাল ওয়ালেট—প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ এবং হার্ভেস্ট ফিনান্স ব্লগ।
এসব অ্যাপ নিরাপদ নয়; এদের মাধ্যমে অর্থ হারালে ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। তাই সতর্কতার সাথে অ্যাপ ডাউনলোড করা জরুরি। যদি এর কোনোটি ফোনে ইনস্টল করা থাকে, তাহলে অবিলম্বে মুছে ফেলা উচিত। গবেষকরা আরও অ্যাপ খতিয়ে দেখছেন, ফলে তালিকা ভবিষ্যতে বাড়তে পারে।
সম্প্রতি ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি লিঙ্কে সাইবার হামলার গুজব ছড়ালেও, বিশেষজ্ঞরা এর কোনো অস্তিত্ব পাননি এবং এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।










