আচমিতা ১নং প্রাথমিক বিদ্যালয়ে উৎকর্ষের ছোঁয়া
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এলাকার শিক্ষার মান উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে। সোমবার, ৮ ডিসেম্বর, বিদ্যালয় পরিদর্শন করার সময় দেখা যায় শান্ত, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা চলছে। ৩০৩ জন শিক্ষার্থী মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষা দিচ্ছিলেন, আর ৯ জন শিক্ষক আন্তরিকভাবে তাদের তদারকি করছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ ইকবালের নেতৃত্বে বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান এবং প্রশাসনিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, পরীক্ষার সুষ্ঠু আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থীর সক্রিয় উপস্থিতি—সবই প্রশংসার যোগ্য। অভিভাবকরা জানিয়েছেন, “ইকবাল স্যার আছেন বলেই স্কুলটি এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।”
শিক্ষার্থীদের পরীক্ষার প্রতি আগ্রহ, নিয়ম মেনে চলা, পরিশ্রমী মনোভাব এবং সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ্যণীয়। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই উৎসাহই তাদের কাজের মূল অনুপ্রেরণা।
নির্মল পরিবেশ, দক্ষ শিক্ষক মণ্ডলী, সুশৃঙ্খল পরীক্ষা আয়োজন এবং প্রধান শিক্ষকের নেতৃত্ব—সব মিলিয়ে আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এলাকার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উদাহরণ হয়ে উঠেছে। বিদ্যালয়ের পাশেই অবস্থিত আচমিতা জর্জ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ও স্থানীয় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।













