কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজন সংসদ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশগুলো প্রদান করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি, কিশোরগঞ্জ-১। যুগ্ম জেলা ও দায়রা জজ, প্রথম আদালত কিশোরগঞ্জের বিচারক মো. কাউছার আলম নোটিশে স্বাক্ষর করেন। নোটিশ জারি করা হয় সোমবার (১২ জানুয়ারি ২০২৬)।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী মো. মাসুদ মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মনোনীত প্রার্থী মো. এনামুল হক।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব প্রার্থীকে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, দেয়াললিখনসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা যায়, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট প্রার্থীদের পোস্টার প্রদর্শিত অবস্থায় পাওয়া গেছে।
বিশেষ করে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট কমপ্লেক্স এলাকায় প্রার্থীদের পোস্টার সাঁটানো থাকার বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫–এর বিধি ৬ ও বিধি ৭(ক)-এর পরিপন্থী। বিধি অনুযায়ী পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি The Representation of the People Order, 1972–এর ৯১বি(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এ ছাড়া আচরণবিধিমালায় উল্লেখ রয়েছে— কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।
এই প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি স্বপ্রণোদিত (Suo-motu) ক্ষমতা প্রয়োগ করে উভয় প্রার্থীকে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।







