বাজিতপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, থানায় জিডি
কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে সাইদ (১৩)। তিনি বাজিতপুর থানাধীন ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে স্কুল ছুটি শেষে সে বাড়ির উদ্দেশে রওনা দেয়। তবে দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরবর্তীতে পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আবুল কাসেম (৫৩) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডিতে নিখোঁজ শিক্ষার্থীর শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুনের উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের ফুলপ্যান্ট, সাদা ফুলহাতা শার্ট, শার্টের ওপর জলপাই রঙের হুডি এবং পায়ে সাদা রঙের কেডস জুতা।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আবুল কাসেম বলেন, “সাইদ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাইনি। আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।”
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, “জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করছি। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় বা বাজিতপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।”










