শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

হন্ডুরাসের নির্বাচনে অস্বচ্ছ হস্তক্ষেপে ফের সমালোচনায় ট্রাম্প

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হন্ডুরাসের নির্বাচনে অস্বচ্ছ হস্তক্ষেপে ফের সমালোচনায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর লাতিন আমেরিকার রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা রাখছেন। ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিচার স্থগিত করতে চাপ প্রয়োগের চেষ্টা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইকে রাজনৈতিক সহায়তা এবং ভেনেজুয়েলা–কলম্বিয়া উপকূলে যুক্তরাষ্ট্রের আলোচিত ‘মাদকবিরোধী অভিযান’—সব ক্ষেত্রেই তার প্রত্যক্ষ প্রভাব স্পষ্ট। তবে বিশ্লেষকেরা বলছেন, হন্ডুরাসের সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পের হস্তক্ষেপ সবচেয়ে অস্পষ্ট, বিতর্কিত এবং বিপজ্জনক।

নির্বাচনের চার দিন আগে, গত ২৬ নভেম্বর ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দেন ডানপন্থি ন্যাশনাল পার্টির প্রার্থী নাস্রি ‘টিটো’ আসফুরাকে। তিনি ঘোষণা করেন, তাদের যৌথ প্রচেষ্টায় ‘নার্কোকমিউনিস্টদের’ মোকাবিলা সম্ভব হবে। ২৮ নভেম্বর ট্রাম্প সতর্ক করে বলেন, আসফুরা ছাড়া অন্য কেউ জয়ী হলে হন্ডুরাসে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। এর পরপরই তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে ৪৫ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। ২ ডিসেম্বর তিনি মুক্তি পান।

এই নাটকীয় পদক্ষেপ ভোটের ফলাফলে ঠিক কতটা প্রভাব ফেলেছে—তা এখনো স্পষ্ট নয়। কেউ কেউ মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভোটারদের একাংশ আসফুরাকে সমর্থন দিয়েছেন। আবার অনেকে হার্নান্দেজের মুক্তিকে ‘নার্কো–স্টেটের আশঙ্কা’ হিসেবে দেখেছেন এবং ন্যাশনাল পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নির্বাচনের রাতে ৩৪ শতাংশ ভোট গণনায় আসফুরা এগিয়ে থাকলেও পরবর্তীতে ব্যবধান দ্রুত কমে যায়। ৩ ডিসেম্বর ৮০ শতাংশ ভোট গণনায় মধ্য–ডানপন্থি লিবারেল পার্টির প্রার্থী ও সাবেক টিভি উপস্থাপক সালভাদোর নাসরালা প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে যান। চূড়ান্ত ফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের ৩০ দিন পর্যন্ত সময় রয়েছে।

হন্ডুরাসের দুর্গম এলাকায় ধীরগতির ভোট পরিবহন ও গণনা এ নির্বাচনে উত্তেজনা আরও বাড়িয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে গ্রামীণ ব্যালট রাজধানীতে পৌঁছাতে সময় লাগায় প্রথমদিন শহরভিত্তিক কেন্দ্রের ফল বেশি প্রতিফলিত হয়। এই প্রক্রিয়া ঘনিষ্ঠ লড়াইয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর ওপর ২ ডিসেম্বর নাসরালা এগিয়ে যেতেই ট্রাম্পের ‘কারচুপির’ অভিযোগ ও ‘মাশুল দিতে হবে’ ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বিশ্লেষকেরা বলছেন, বামঘেঁষা প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর দল লিব্রে–র প্রতি ট্রাম্পের তীব্র বিরাগই তাঁর এমন আচরণের মূল কারণ। তিনি নাসরালাকেও ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছেন, যদিও নাসরালা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রপন্থি রাজনীতির সমর্থক। অন্যদিকে হার্নান্দেজকে ক্ষমার ক্ষেত্রে ট্রাম্পের যুক্তি ছিল ‘যৌথ ষড়যন্ত্রের শিকার’—যা বিশেষজ্ঞদের কাছে হাস্যকর ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিইএ কর্মকর্তারা এ সিদ্ধান্তকে ‘অসঙ্গত’ ও ‘মাদকবিরোধী যুদ্ধের প্রতি আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

সমালোচকেরা মনে করছেন, ট্রাম্পের এই হস্তক্ষেপ ও রাজনৈতিক নাটকীয়তায় হন্ডুরাসের জরুরি ইস্যু—অর্থনীতি, দুর্নীতি ও অপরাধ দমনের মতো বাস্তব সমস্যাগুলো আড়ালে চলে গেছে। তারা বলছেন, “হন্ডুরাসের জনগণের জীবন–সংগ্রাম নিয়ে ট্রাম্পের কোনো প্রকৃত আগ্রহ নেই; এটি কেবল তাঁর বৃহত্তর রাজনৈতিক নাটকের অংশ মাত্র।”

লাক্স সুন্দরী সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জের নতুন ইউএনও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
লাক্স সুন্দরী সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জের নতুন ইউএনও

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে বৃহস্পতিবার তার যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

ইত্তেফাক ডিজিটালকে তিনি বলেন, “তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি যোগদানের কথা ছিল, কিন্তু করেননি। শুনেছি তিনি লাক্স তারকা ছিলেন।”

জানা গেছে, সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন। এছাড়া ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করেন। পরবর্তী সময়ে শোবিজে কিছু কাজ করলেও পড়াশোনার ব্যস্ততায় নিয়মিত ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তানজিয়া আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে রদবদল করা হয়েছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পান তানজিয়া আঞ্জুম সোহানিয়া।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দিনব্যাপী কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার কয়েকশ ছাত্র কোরআন খতমে অংশ নেন। বিকালে আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও কোরআন খতমের এই কর্মসূচি আয়োজন করেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান। দোয়া পরিচালনা করেন সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক্বারি শাহজাহান সানাউল্লাহ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে সবার প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসারাইল মিয়া, বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান, এ টি এম মোস্তফা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলেমদের প্রতি জনগণের মহব্বত আছে, ভোট নেই”—ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
আলেমদের প্রতি জনগণের মহব্বত আছে, ভোট নেই”—ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

এদেশের জনগণ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদরাসা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের প্রথম দিনে আজিম উদ্দিন স্কুল মাঠে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে আলেম প্রার্থী পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এ সমাজ পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ও সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী মানুষের ঢল নামে। বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শ্রোতাদের উপস্থিতিতে।

আজ দ্বিতীয় দিনে দেশবরেণ্য অনেক ওলামায়ে কেরাম মূল্যবান বক্তব্য পেশ করবেন।