পর্যটকদের জন্য খুলল সেন্টমার্টিন, তবে প্রথম দিনেই পর্যটকশূন্য দ্বীপ
দীর্ঘ নয় মাস পর ১২টি নির্দেশনা মেনে আজ (শনিবার, ১ নভেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তবে প্রথম দিনেই কোনো পর্যটক দ্বীপে যাচ্ছেন না। জাহাজ মালিকরা এখনো সরকারের অনুমতি না পাওয়ায় পর্যটকবাহী কোনো জাহাজ কক্সবাজার থেকে ছেড়ে যায়নি।
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকরা কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। তবে এই শর্তে জাহাজ পরিচালনা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে অপারেটররা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, কক্সবাজার থেকে দ্বীপে পৌঁছাতে জাহাজের সাত থেকে দশ ঘণ্টা সময় লাগে। একই দিনে যাওয়া-আসা সম্ভব নয় বলেই আজ কোনো জাহাজ ছাড়ছে না।
এদিকে, দ্বীপে ব্যবহৃত একমাত্র জেটিঘাটের সংস্কারকাজও এখনো শেষ হয়নি, ফলে জাহাজ ভিড়তে পারছে না।
সেন্টমার্টিন হোটেল-মোটেল মালিক সমিতির আহ্বায়ক আবদুর রহমান বলেন, এখনো কোনো হোটেল বা রেস্টহাউজ প্রস্তুত নয়। ডিসেম্বর-জানুয়ারিতে রাত্রীযাপন অনুমতি পেলে তখন প্রস্তুতি নেওয়া হবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে; ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত পর্যটক রাত্রিযাপন করতে পারবেন; আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।









