কিশোরগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
কিশোরগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে। এই টিকাদান ক্যাম্পেইন UNICEF-এর আর্থিক সহায়তায় জেলা প্রশাসকের কার্যালয় ও শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে পরিচালিত হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা তথ্য অফিসে আয়োজিত পরামর্শমূলক সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান সভাপতিত্ব করেন। সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের টিকাদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল আলম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম এবং কিশোরগঞ্জের সাংবাদিক নেতারা।
সভায় জানানো হয়, এই ক্যাম্পেইনে বিদ্যালয় ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীসহ ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশু টিকা নিতে পারবে। পূর্বে টাইফয়েড টিকা নিয়েও ক্যাম্পেইনের সময়ে ১ ডোজ টিকা নেওয়া সম্ভব।
টিকাদান প্রক্রিয়া চার ধাপে হবে:
১. অনলাইনে নিবন্ধন
২. টিসিভি কর্মসূচিতে নিবন্ধন
৩. টিকাদান কার্ড ডাউনলোড
৪. নির্ধারিত কেন্দ্রে গিয়ে কার্ড দেখিয়ে টিকা গ্রহণ
সভায় আরও বলা হয়, গণমাধ্যমকর্মীরা ভুল তথ্য প্রতিহত করে সঠিক তথ্য সরবরাহ এবং টিকাদানের গুরুত্ব প্রচারে জনগণকে উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখতে পারেন।







