“আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”
জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজন
“আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুধবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে শেষ হয়। পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল কদ্দুছ, উপজেলা জামায়াতের সাবেক আমীর আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। আলোচনা শেষে সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।







