হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাশ নিলেন ইউএনও
হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাশ নিচ্ছেন ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনা এবং তাদের মনোযোগ পর্যবেক্ষণ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। নিয়মিত স্কুলে আসবে, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং বাবা-মায়ের পরামর্শ মেনে চলবে। মন দিয়ে পড়াশোনা করলে বড় হয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন ও সহকারী শিক্ষকবৃন্দও পরিদর্শনে উপস্থিত ছিলেন। ইউএনও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।







