শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ধর্ষণ–পরবর্তী পূর্ণ মানবিক সেবা দিলেন ডা. আফসানা হোসেন শাওন

ওয়াসিম সোহাগ প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ধর্ষণ–পরবর্তী পূর্ণ মানবিক সেবা দিলেন ডা. আফসানা হোসেন শাওন

মানবিক চিকিৎসক ডা. আফসানা হোসেন শাওন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধর্ষণ–পরবর্তী মানবিক চিকিৎসা সহায়তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইনী কনসালটেন্ট ডা. আফসানা হোসেন শাওন, যিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এবং তাড়াইল স্পেশালাইজড হসপিটালে নিয়মিত বসেন। ধলা ইউনিয়নের ১২ বছর বয়সী কিশোরী চয়নিকা (ছদ্মনাম) ধর্ষণের প্রায় পাঁচ মাস পর শারীরিক জটিলতা দেখা দিলে তাড়াইল স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা নিতে আসে। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে দরিদ্র পরিবারটি চিকিৎসা ব্যয় নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে। এ অবস্থায় মানবিক বিবেচনায় ডা. শাওন ঘোষণা দেন—চয়নিকার গর্ভকাল, প্রসব ও প্রসব–পরবর্তী সব চিকিৎসা তিনি সম্পূর্ণ বিনামূল্যে দেবেন।

ঘোষণার পর থেকে কিশোরীটির নিয়মিত চেকআপ, প্রয়োজনীয় ওষুধ, ল্যাব পরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। চিকিৎসকসহ হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে চয়নিকার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে। কয়েকদিন আগে গভীর রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক, নার্স ও কর্মীদের সার্বিক সহযোগিতায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে সে একটি সুস্থ কন্যাশিশুর জন্ম দেয়।

প্রসব–পরবর্তী চিকিৎসা ব্যয় নিয়েও পরিবার যখন নতুন দুশ্চিন্তায় পড়ে, তখন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ডা. শাওনের পরামর্শে হাসপাতালের চেয়ারম্যান মনসুরুল হক সুমন মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পুরো চিকিৎসা ব্যয় মওকুফের সিদ্ধান্ত নেন। এতে পরিবার আরও স্বস্তি ফিরে পায়। এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হক বাবন বলেন, “এটি শুধু একটি চিকিৎসা দায়িত্ব নয়, আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি আরও জানান, কোনো আইনি জটিলতা না থাকলে কিশোরীর ভবিষ্যৎ নিয়েও উদ্যোগ নেওয়া হবে।

ধর্ষণ–পরবর্তী সময়ে একটি ১২ বছরের কিশোরীর পাশে দাঁড়িয়ে তার জীবন, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় ডা. আফসানা হোসেন শাওন এবং তাড়াইল স্পেশালাইজড হসপিটালের এই ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মনে করছেন—এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জীবন বাঁচায় এবং সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। কিশোরীর বাবা ও বড় ভাই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডা. শাওনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আল্লাহ ডা. শাওনকে নেক হায়াত দিন এবং হাসপাতালের সেবাদান কবুল করুন। তাঁদের সহযোগিতা ছাড়া মেয়ের চিকিৎসা সম্ভব ছিল না।”

লাক্স সুন্দরী সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জের নতুন ইউএনও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
লাক্স সুন্দরী সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জের নতুন ইউএনও

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে বৃহস্পতিবার তার যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

ইত্তেফাক ডিজিটালকে তিনি বলেন, “তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি যোগদানের কথা ছিল, কিন্তু করেননি। শুনেছি তিনি লাক্স তারকা ছিলেন।”

জানা গেছে, সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন। এছাড়া ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করেন। পরবর্তী সময়ে শোবিজে কিছু কাজ করলেও পড়াশোনার ব্যস্ততায় নিয়মিত ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তানজিয়া আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে রদবদল করা হয়েছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পান তানজিয়া আঞ্জুম সোহানিয়া।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দিনব্যাপী কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার কয়েকশ ছাত্র কোরআন খতমে অংশ নেন। বিকালে আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও কোরআন খতমের এই কর্মসূচি আয়োজন করেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান। দোয়া পরিচালনা করেন সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক্বারি শাহজাহান সানাউল্লাহ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে সবার প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসারাইল মিয়া, বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান, এ টি এম মোস্তফা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলেমদের প্রতি জনগণের মহব্বত আছে, ভোট নেই”—ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
আলেমদের প্রতি জনগণের মহব্বত আছে, ভোট নেই”—ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

এদেশের জনগণ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদরাসা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের প্রথম দিনে আজিম উদ্দিন স্কুল মাঠে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে আলেম প্রার্থী পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এ সমাজ পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ও সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী মানুষের ঢল নামে। বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শ্রোতাদের উপস্থিতিতে।

আজ দ্বিতীয় দিনে দেশবরেণ্য অনেক ওলামায়ে কেরাম মূল্যবান বক্তব্য পেশ করবেন।