রাউজানে গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নন: রিজভী
চট্টগ্রামের রাউজানে গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপি কার্যকরী বা নেতা নন বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার তিনি একটি প্রতিবাদ লিপি প্রকাশ করে এ দাবিটি করেন।
রিজভী বলেন, মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় গত ঘটনা মূলত দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ফল; এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সমাজবিরোধী অপরাধ। ঘটনার সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো যোগ নেই। কিছু গণমাধ্যমে নিহতকে বিএনপির কর্মী বলায় তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর — মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ওই এলাকার সহিংসতা দেশবাসীর কাছে শোক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতার শিকার এবং এ ধরনের অনিয়ন্ত্রিত সহিংসতা চলতে থাকলে সাধারণ জনজীবন ভরসাহীন হয়ে পড়বে—যা স্বয়ং বর্তমান সরকারের প্রত্যাশিত নয়।
অপরদিকে রিজভী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কড়াভাবে সতর্ক করে বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার ফলেই দুষ্কৃতিকারীরা অপকর্মে মেতে উঠছে। তিনি বলেন, দেশের কোথাও অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো কার্যকর তথ্য নেই; জেলা ও থানার পর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
বিএনপির পক্ষ থেকে রিজভী নিহত ঘটনাকে কড়া নিন্দা করে দাবি করেছেন—আদালত ও আইনের আওতায় দুষ্কৃতিকারীদের দায়িত্বে আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।










