পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

দুর্দান্ত বোলিং এবং লক্ষ্য তাড়া করার সময় দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৭ উইকেটের জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো, পাকিস্তানকে পরাজিত করে।
কলম্বোয় ম্যাচের প্রথম অর্ধেই বাংলাদেশের বোলাররা জয়ের পথ তৈরি করেন। তিন আক্তার—মারুফা, নাহিদা ও স্বর্না—নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান নারী দল ১২৯ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশ ১৩০ রান লক্ষ্য পায়। দল ১১৩ বল খেলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য পূর্ণ করে (১৩১/৩)।
লক্ষ্য তাড়ার সময় দলীয় ৭ রানে ফারজানা হক (২) ও ৩৫ রানে শারমিন আক্তারকে (১০) হারিয়ে দল কিছুটা পিছিয়ে যায়। এরপর অভিষিক্ত রুবাইয়া হায়দার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জুটি গড়ে প্রতিরোধ করেন। ৭৭ বলে ৬২ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন তারা। জ্যোতি আউট হওয়ার পর রুবাইয়া ৬৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার। এছাড়া সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বোলাররা ম্যাচের শুরু থেকেই পারফর্ম করেন। প্রথম ওভারের শেষ দুই বলে মারুফা দুই উইকেট তুলে নেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। পাকিস্তান নারী দলের রান তখন ২ উইকেটে মাত্র ২! প্রথম পাওয়ার প্লেতে আরও কোনো উইকেট না হারালেও ১০ ওভারে রান আসে মাত্র ৪১।
পাকিস্তানের রান তোলার চেষ্টা থেমে যায় নাহিদা-এর বোলিংয়ে। তিনি মুনিবা আলী (১৭) ও রামিন শারমিন (২৩)কে ফিরিয়ে দেন। পরবর্তী নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসা অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করেন, কিন্তু পাকিস্তানের ইনিংস থেমে যায় ১২৯ রানে।
মারুফা আক্তার, নাহিদা আক্তার ও স্বর্নার দুর্দান্ত স্পিন বোলিংয়ে পাকিস্তান ৩৮.৩ ওভারেই অলআউট হয়। বিশেষ করে স্বর্না ৩ উইকেট নেন (৩.৩-৩-৫-৩)।