সাঈদ আনোয়ার-আফ্রিদির গড়া কীর্তি ২৫ বছর পর আবারও গড়ল পাকিস্তান

দীর্ঘ ১০ মাস পর সাদা পোশাকে ফিরেই দারুণ সূচনা করেছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নেমে দলটি ফিরিয়ে এনেছে ২৫ বছরের পুরোনো এক কীর্তি।
রোববার শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার এই সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটি প্রমাণ করেছেন দলের টপ অর্ডার ব্যাটাররা।
যদিও ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার আব্দুল্লাহ শফিক মাত্র ৩ বলে ২ রান করে কাগিসো রাবাদার শিকার হন। তবে দ্বিতীয় উইকেটে ইমাম উল হক ও শান মাসুদ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের গতি বদলে দেন। মাত্র ১০ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৫১ রান।
এই সূচনা পাকিস্তানের সাম্প্রতিক ব্যাটিং পরিসংখ্যানের তুলনায় একেবারেই ব্যতিক্রম। শেষ তিন ওয়ানডে ম্যাচের প্রথম ১০ ওভারে পাকিস্তান তুলেছিল যথাক্রমে ৪৮/১, ৩৯/২ ও ২৬/৪ রান। এমনকি সাম্প্রতিক এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও দুই ম্যাচে দলটি ১০ ওভারে এই রানসংখ্যার কাছাকাছিও পৌঁছাতে পারেনি।
আজকের ইনিংস দিয়ে পাকিস্তান ২৫ বছর পর টেস্টের প্রথম ১০ ওভারে পঞ্চাশ রানের মাইলফলক স্পর্শ করল। সর্বশেষ এমন কীর্তি এসেছিল ২০০০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে। তখন ইনিংসের সূচনায় ব্যাট করেছিলেন কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ার ও শহীদ আফ্রিদি।
আজ শান মাসুদ ও ইমাম উল হকের ব্যাটে সেই ঐতিহাসিক কীর্তি আবারও ছুঁয়ে দেখল পাকিস্তান।