অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ
টাইব্রেকারের নাটকীয়তায় ব্রাজিলকে বিদায়, ফাইনালে পর্তুগাল
দারুণ লড়াই করেও অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারল না ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল।
আগামী বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির মুখোমুখি হবে ব্রাজিল।
নির্ধারিত সময়ে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ব্রাজিল শট নেয় ১২টি, পর্তুগাল ৯টি। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ জুড়ে মোট ৭টি হলুদ কার্ড দেখান রেফারি—পর্তুগাল ৪টি ও ব্রাজিল ৩টি। ব্রাজিলের মিডফিল্ডার জে লুকাসের হলুদ কার্ডটি নিয়ে মাঠে ছিল প্রশ্নও।
টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে গোল করে। এরপর ম্যাচ গড়ায় ‘অলটারনেটিভ সাডেন ডেথে’। সেখানে ব্রাজিলের ষষ্ঠ শটটি ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া। নিজেদের ষষ্ঠ শটে গোল করে ফাইনাল নিশ্চিত করে পর্তুগিজরা।
ফাইনালে আগামী বৃহস্পতিবার দুপুর ১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।










