বাজিতপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলে প্রথম রাউন্ড শেষ ম্যাচে জয়ী ভৈরব মনির খেলাঘর
‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে বাজিতপুরে চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৫। ঐতিহাসিক ডাকবাংলা মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট শুরু থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, যেখানে মুখোমুখি হয় ভৈরব মনির খেলাঘর ফুটবল একাদশ ও করিমগঞ্জ ফুটবল একাদশ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আমিরুল হোসেন সুজন। সার্বিক সহযোগিতায় রয়েছেন ক্রীড়া সম্পাদক ও সিঙ্গাপুর প্রবাসী জহিরুল ইসলাম।
৫০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় ভৈরব মনির খেলাঘর ১–০ গোলে করিমগঞ্জকে পরাজিত করে। ম্যাচজুড়ে দলটির ফরোয়ার্ডদের দ্রুত আক্রমণ, নিখুঁত পাস এবং ধারাবাহিক গোলের সুযোগ তৈরির দক্ষতা দর্শকদের মুগ্ধ করে। ডাকবাংলা মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
খেলা পরিচালনা করেন রেফারি আকিব ইমতিয়াজ চাষী এবং ধারাভাষ্য দেন কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য কাজী মাহবুবুর রহমান। খেলা শেষে আয়োজক কমিটি বিজয়ী দলকে অভিনন্দন জানায়।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা এবং রানারআপ দলকে দেওয়া হবে ২০ হাজার টাকা পুরস্কার। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে—এখন শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।













