ইন্টারমিডিয়েট বহাল রাখার দাবীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজ (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে। তারা দাবি করেছে—ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট কার্যক্রম বন্ধ করে কলেজকে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি মডেলে রূপান্তর করা যাবে না; কলেজের ঐতিহ্য রক্ষাই তাদের প্রধান লক্ষ্য।
এক ছাত্র বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—ঢাকা কলেজ একইভাবে থাকবে। ১৮৪ বছরের ঐতিহ্য আছে, এবং ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আমরা বজায় রাখতে চাই। খসড়া পরিকল্পনায় যদি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়, তাহলে ভবিষ্যতে ইন্টারমিডিয়েট ধাপে ধাপে বিলীন হতে পারে—আমরা সেটা মেনে নেবো না।”
শিক্ষার্থী বলেন তারা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ও আইনজীবীদের সাথে আলোচনা করেছেন এবং প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। তাদের বক্তব্য—যে কেউ বিশ্ববিদ্যালয়-ধাঁচের মডেল চাইতে পারে, কিন্তু সেটা ঢাকাব কলেজের নামে কার্যকর করা উচিত হবে না।
[ঈসা]










