নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের
নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি (এএ) জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিতে দেওয়া সব ধরনের সাহায্য বন্ধ করবে এবং প্রয়োজনে “দ্রুত ও নির্মম হামলা” চালাবে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করব— বন্দুক গর্জে উঠবে, যাতে ইসলামি সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ার-কে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ট্রাম্প তার বক্তব্যে কোন গোষ্ঠী বা ঘটনার কথা বলছেন, তা স্পষ্ট করেননি।
নাইজেরিয়া সরকার এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগের দিন ট্রাম্প বলেন, নাইজেরিয়াকে “বিশেষ উদ্বেগের দেশ” তালিকায় যুক্ত করা হচ্ছে। সাম্প্রতিক সহিংসতাকে মার্কিন ডানপন্থি মহল খ্রিস্টান গণহত্যা হিসেবে দাবি করলেও, মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব সহিংসতা মূলত জটিল নিরাপত্তা ও সামাজিক বৈষম্যের ফল।










