জাতীয় ঐকমত্য কমিশনের আবারও বৈঠক আজ
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আজ (৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। বৈঠকটি বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, গত রবিবার কমিশন ও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে একমত হয়। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা তখন নির্ধারণ করা যায়নি। বেশিরভাগ দল মত দিয়েছে যে আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করা যেতে পারে। তবে জামায়াতে ইসলামী এ বিষয়ে জানায়, একই দিনে নির্বাচন ও গণভোট হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তারা নভেম্বর বা ডিসেম্বরে আলাদা সময়ে গণভোট করার প্রস্তাব দিয়েছে।
আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার বিষয়টিও আলোচনা হতে পারে। বৈঠকের পূর্বে কমিশন গত সোমবার জাতীয় সংসদ ভবনে নিজেদের মধ্যে বৈঠক করে, যেখানে সিদ্ধান্ত হয় যে দলগুলোকে ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। দলগুলোর সম্মতি পাওয়া গেলে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের হাতে প্রতিবেদন জমা দেবে।










