বৈষম্য নিরসনে বৈঠক ডেকেছে বিদ্যুৎ বিভাগ
আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে লোডের পরিমাণ নির্ধারণ সংক্রান্ত অভিন্ন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিতরণী সংস্থাগুলোর প্রধানদের নিয়ে পর্যালোচনা সভায় বসছে বিদ্যুৎ বিভাগ। আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের মিনি কনফারেন্স রুমে এই সভা হবে। বিদ্যুৎ বিভাগের সচিব ফারহানা মমতাজ এতে সভাপতিত্ব করবেন।
রোববার (১৯ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার (১৫ অক্টোবর) সাবস্টেশন ব্যবসা চালু রাখতেই সংযোগ নীতিমালায় বৈষম্য শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বাংলা স্কুপ। এর পরই পর্যালোচনা সভাটি ডাকা হলো। বিদ্যুৎ বিভাগের এই সভাকে ঘিরে আশার আলো দেখাছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে বিতরণী সংস্থাগুলোকে একটি অভিন্ন নীতিমালায় আওতায় আনার পদক্ষেপকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন তাঁরা।
এদিকে, বিদ্যুৎ বিভাগের পর্যালোচনা সভার আগের দিন মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুৎ ভবনে বৈঠকে বসছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালনা পর্ষদ। পর্ষদের ৩৮৯তম এই সভায় লোড নির্ধারণে ডিপিডিসির বিদ্যমান নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হবে। সোমবার (২০ অক্টোবর) ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সভার এজেন্ডা ১১টি। এর মধ্যে ৬ নম্বর এজেন্ডাটি হলো- ডিপিডিসির আওতাধীন এলাকায় আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে ফ্ল্যাট/ফ্লোর সাইজ অনুযায়ী লোড নির্ধারণের বিদ্যমান নীতিমালা আংশিক সংশোধনপূর্বক ন্যুনতম লোড নির্ধারণ প্রস্তাবনা।










