ভাই বন্ধু ফুটবল একাদশের টাইব্রেকার জয়
বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলা মাঠে সোমবার অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর পঞ্চম রাউন্ডের ম্যাচ। খেলায় প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক বাজিতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আমিরুল হোসেন সুজন। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি আকিব ইমতিয়াজ চাষী এবং ধারাভাষ্য দেন কিশোরগঞ্জ জেলা ফুটবল একাডেমির সদস্য কাজী মাহাবুল রহমান।
এই রাউন্ডে মুখোমুখি হয় ভাই বন্ধু ফুটবল একাদশ ভৈরব বনাম ইলাভেন স্টার ফুটবল একাদশ বাজিতপুর। নির্ধারিত ৫০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪–২ গোলের ব্যবধানে জয়ী হয় ভাই বন্ধু একাদশ ভৈরব।
ম্যাচজুড়ে উভয় দলের ফুটবলারদের দক্ষতা, আক্রমণভাগের খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে আয়োজক কমিটি বিজয়ী দলকে অভিনন্দন জানায় এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও সমান নৈপুণ্য প্রদর্শনের প্রত্যাশা প্রকাশ করে।










